আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে গোলাগুলিতে আট সেনা নিহত হয়েছেন। আল-জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার থেকেই সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশের মধ্যে।
বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্তে আর্মেনিয়ান সেনাদের সঙ্গে সংঘর্ষে ৭ সেনা সদস্য নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।
আর্মেনিয়ার একজন সেনা হতাহতের খবর জানা গেছে। এছাড়া স্থানীয় সময় মঙ্গলবারের সংঘর্ষের সময় ১৩ জন আর্মেনীয় সৈন্যকে বন্দী করে আজারবাইজান। এখনো নিখোঁজ হয়েছে আরও ২৪ জন।
গত বছর নাগর্নো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধের পর থেকেই সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আর্মেনিয়া ‘বড় ধরনের যুদ্ধে উসকানি’ দিচ্ছে বলে অভিযোগ করেছে আজারবাইজানীয় সরকার। মঙ্গলবারের ঘটনা আঞ্চলিক বিরোধ আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও পরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আর্মেনিয়ান ও আজারবাইজানীয় কর্তৃপক্ষের সঙ্গে ফোনালাপ করেন। শোইগুর অনুরোধের পরই যুদ্ধ থামায় দুই দেশের সেনারা।
গত বছর নাগর্নো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে যুদ্ধের পর এটিই এ অঞ্চলের সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। ছয় সপ্তাহের সেই রক্তক্ষয়ী সংঘর্ষে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হন।