• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল ইউক্রেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৩:৪৯ পিএম
রাশিয়ার আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল ইউক্রেন

সামরিক অভিযানের মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার ক্রেমলিন জানায়, বেলারুশের শহর গোমেলে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত আছে রাশিয়ার প্রতিনিধি দল।

তবে পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জেলেনস্কি। ক্রেমলিন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেশটিতে সামরিক অভিযান অব্যহত রাখার ঘোষণা দিয়েছে মস্কো।

সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “যেহেতু ইউক্রেনের আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে, সেক্ষেত্রে রুশ সামরিক বাহিনী তাদের অভিযান চালু রাখছে।”

শুক্রবার রুশ সেনারা কিয়েভের পৌঁছার সঙ্গে সঙ্গে ক্রেমলিন জানায়, বেলারুশে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত আছেন পুতিন। যদিও ইউক্রেনের অভিযোগ বেলারুশ থেকেও তাদের আক্রমণ করা হচ্ছে।

এ ঘটনার কয়েক ঘন্টা পর, ইউক্রেনের সেনাবাহিনীকে তাদের সরকারকে উৎখাত করার আহ্বান জানান পুতিন। এসময় জেলেনস্কির সরকারকে ‘সন্ত্রাসী’, ‘মাদকাসক্ত’ ও ‘নব্য-নাৎসির দল’ বলে উল্লেখ করেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক দফা রাশিয়ার নেতাদের আলোচনায় বসার আহ্বান জানান। তবে সপ্তাহব্যাপী কূটনৈতিক প্রক্রিয়ার মাঝেই ইউক্রেন আক্রমণ শুরু করে রাশিয়া।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!