• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়াকে শান্তির পথে আসার আহ্বান যুক্তরাষ্ট্রের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৭:৪৩ পিএম
রাশিয়াকে শান্তির পথে আসার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের ওপর রাশিয়ার সম্ভাব্য আক্রমণের আশঙ্কার মাঝেই দেশটিতে সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেন। বিবিসি জানায় বুধবার দুই দিনের সফরে কিয়েভে পৌঁছেছেন ব্লিংকেন।

ইউক্রেনে রুশ অভিযান ‘অত্যাসন্ন’ উল্লেখ করে রাশিয়াকে “কূটনৈতিক ও শান্তিপূর্ণ পথ অনুসরণের জন্য” আহ্বান জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে সাংবাদিকদের তিনি বলেন, “আশা করি এই ব্যাপারটায় আমরা কূটনৈতিক ও শান্তিপূর্ণ পথে এগুতে পারবো। তবে শেষ পর্যন্ত কি হবে তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।"

রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ব্লিংকেন। এর পর শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের সঙ্গেও দেখা করবেন।

এছাড়াও বার্লিনে ইউরোপিয়ান মিত্রদের সঙ্গে তার আরেকটি বৈঠক হবার কথা রয়েছে। এই সফরকে ব্লিংকেন “ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা” রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রয়াস হিসেবে উল্লেখ করছে দেশটির সরকার।

যদিও ইউক্রেনের ভেতরে ঢুকে কোন ধরণের সামরিক অভিযান চালানোর পরিকল্পনার কথা একাধিকবার অস্বীকার করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ একে "সম্পূর্ণ ভুয়া খবর" বলে উড়িয়ে দিয়েছেন।

তবে উর্ধতন মার্কিন কর্মকর্তারা বলছেন, যে কোন সময় কিয়েভে আক্রমণ শুরু করতে পারে মস্কো।

Link copied!