রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বিবিসিকে এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন জিততে পারে – এ ব্যাপারে তিনি নিশ্চিত।
যদিও দুপক্ষের সংঘাত কতদিন স্থায়ী হবে তা বলতে পারেননি এই কূটনীতিক। তবে তিনি জোর দিয়ে বলছেন, এই যুদ্ধে ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়। যুদ্ধে ইউক্রেনীয় জনগণের প্রতিরোধের পাশাপাশি অসাধারণ ধৈর্যেরও প্রশংসা করেছেন তিনি।
তিনি বলেন, “মস্কোর যদি যেকোনো ভাবে সরকারের পতন ঘটানোর উদ্দেশ্য থাকে এবং নিজস্ব পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায় তাহলে ইউক্রেনের সাড়ে ৪ কোটি মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।”
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন পরিস্থিতি সেভাবে আগায়নি বলেও যোগ করেছেন তিনি।
আক্রমণের নবম দিনে ইউক্রেনের বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে দেশজুড়ে রাশিয়ার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
রাশিয়ান সেনাবাহিনী কৃষ্ণ সাগরের উপকূল বরাবর এলাকাগুলো দখল করে নেওয়ার পাশাপাশি বন্দর শহর মারিউপোলও অবরুদ্ধ রেখেছে। উত্তরে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভও অবরোধের মধ্যে রয়েছে।
যদিও মাইকোলাইভের গভর্নর বলছেন, রুশ সৈন্যদের শহর থেকে বিতাড়িত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।