• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
জাতিসংঘের উদ্বেগ

যুদ্ধের কারণে লাগামছাড়া হবে খাদ্যশস্যের দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৯:২৮ পিএম
যুদ্ধের কারণে লাগামছাড়া হবে খাদ্যশস্যের দাম

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাবে খাদ্যশস্যের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এমনকি ইউক্রেনে সংঘাতের কারণে পৃথিবীতে অপুষ্টিতে ভোগা লোকের সংখ্যা ৮০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করছে সংস্থাটি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, ইউক্রেনে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম ৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। বিবিসি জানায়, যুদ্ধের পরিস্থিতিতে শীতকালীন শস্য, ভুট্টা ও সূর্যমুখীর বীজের মত ফসলের ২০ থেকে ৩০ শতাংশ এবার বপন করা হবে না।

এই দুইটি দেশ বিশ্বের ১৯ শতাংশ যব, ১৪ শতাংশ গম ও ৪ শতাংশ ভুট্টারর সরবরাহের যোগান দেয়। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় গম রপ্তানিকারক দেশ রাশিয়া। ইউক্রেন এক্ষেত্রে পঞ্চম বৃহত্তম।

তবে যুদ্ধের কারণে অনেক শহরে ফসল ঘরে তুলতে পারবে না খামারিরা। তাই জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইউক্রেন এবার ফসল তুলতে পারবে কিনা তা স্পষ্ট নয়, এছাড়া রুশ খাদ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণেও উদ্বেগ বাড়ছে। সেকারণেই খাদ্যপণ্যের দাম ব্যাপক হারে বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Link copied!