যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি কলেজে গোলাগুলিতে ক্যাম্পাসের দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া মিনেসোটার একটি স্কুলে বন্দুক হামলায় এক ছাত্র নিহত ও অপর একজন আহত হয়েছেন।
এএফপি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। ভার্জিনিয়ার রাজ্য পুলিশ টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে, ভার্জিনিয়া কলেজে হামলার পর সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আগে গুলিতে পুলিশের আরও দুই কর্মকর্তা আহত হন।
স্কুলের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়, ব্রিজওয়াটার কলেজের ক্যাম্পাসে একাধিক আইন প্রয়োগকারী সংস্থা অবস্থান করছে। আলেকজান্ডার ওয়ায়াট ক্যাম্পবেল নামে সন্দেহভাজন এক ২৭ বছর বয়সী যুবককে পরে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
যদিও তিনি পুলিশের গুলিতে আহত হয়েছেন নাকি নিজেকেই গুলি করেছেন তা এখনো স্পষ্ট নয়। তার বিরুদ্ধে ইতিমধ্যেই হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই সময় মিনেসোটা অঙ্গরাজ্যের রিচফিল্ডে সাউথ এডুকেশন সেন্টারের ফুটপাতে থাকা শিক্ষার্থীদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। স্কুলের শিক্ষার্থীদের ওপরও হামলা হয়। এরপর গাড়িতে করে দ্রুত পালিয়ে যায় তারা।
রিচফিল্ড পুলিশপ্রধান জায় হেনথোরনে জানান, এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পরে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।