• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে এক দিনে ২৭০০ ফ্লাইট বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০১:১২ পিএম
যুক্তরাষ্ট্রে এক দিনে ২৭০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলে তীব্র বাতাস ও বরফের সমন্বয়ে শীতকালীন ঝড়ের আঘাতের আশঙ্কায় ২ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশ, বহির্গমন এবং অভ্যন্তরীণ ফ্লাইটসহ মোট ২ হাজার ৭০০ ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি দেড় হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত শিডিউলের চেয়ে বিলম্বে যাত্রা শুরু করেছে।

ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইটের তথ্য অনুসারে, আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। তাদের প্রায় ছয় শতাধিক ফ্লাইট বাতিল ঘোষণা হয়।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, শীতকালীন ঝড় রোববার থেকে সোমবার পূর্ব যুক্তরাষ্ট্রে প্রভাব ফেলবে। তুষারপাত হতে পারে। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭৪ মিলিয়ন আবহাওয়ার সতর্কতার অধীনে ছিলেন।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প টুইট বার্তায় লিখেন, “জর্জিয়া, ভার্জিনিয়া, উত্তর ক্যারোলিনা এবং দক্ষিণ ক্যারোলিনার গভর্নররা ঝড়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় অপ্রয়োজনে ভ্রমণ না করার কথা বলা হয়েছে।”

Link copied!