ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। শনিবার সকালে নানা চক এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। হিন্দুস্তান টাইমসের খবরে এই তথ্য জানা গেছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যমতে, সকাল ৭টার পর ২০ তলা আবাসিক ভবনটির ১৮ তলায় আগুন লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও চারজনের।
হতাহতদের স্থানীয় ভাটিয়া ও নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ছয়জন বৃদ্ধ রয়েছেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের ১৩টি ইঞ্জিন ও সাতটি জাম্বো ট্যাংকার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দুর্ঘটনার খবরে শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও সেখানকার মেয়র।