• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মাস্ক না পরায় পুলিশকে গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০২:৪৬ পিএম
মাস্ক না পরায় পুলিশকে গ্রেপ্তার

পুলিশ আইনের রক্ষক। তবে সেই আইন প্রয়োগকারী নিজেই যখন আইন ভঙ্গ করেন, তখন তাঁরও সমান শাস্তি সবার কাম্য। যদিও অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে।

তবে ভারতের পুলিশ আবারও প্রমাণ করে দিয়েছে যে আইন সবার জন্য সমান। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় করোনাকালীন স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে আটক হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) মাস্ক না পরায় এক পুলিশ কর্মীকে টানতে টানতে প্রকাশ্যে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সাধারণ মানুষ স্বাস্থ্যবিধির ব্যাপারে আরও বেশি সচেতন হবেন বলেই আশা করছে সবাই।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওমিক্রনের প্রকোপে মহামারি আবারও ভয়াবহ আকার ধারণ করায় পশ্চিমবঙ্গে ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর হয়েছে বিধিনিষেধ। এ সময় সপ্তাহে দুই দিন করে সাত দিন দোকানপাট-বাজার বন্ধ রাখার পাশাপাশি স্কুল-কলেজ বন্ধ ও চাকরিজীবীদের হোম অফিস করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সড়কে স্বাস্থ্যবিধি ভঙ্গের জন্য কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে।

এদিকে দেগঙ্গার পুলিশ কর্মকর্তারা সড়কে মাইকিং করে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা সৃষ্টি করতে গিয়ে দেখেন, পাশেই এক পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে স্ত্রীসহ মাস্ক ছাড়াই মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছেন। এ সময় থানার আইসি অজয়কুমার তাকে মাস্ক কোথায় জিজ্ঞেস করলে বিবাদে জড়ান সেই কর্মকর্তা।

নিজের পরিচয় দিয়ে অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু করেন তিনি। এরপরই তাকে টানতে টানতে পুলিশের গাড়িতে তোলা হয়। আটক পুলিশ কর্মকর্তা এক মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

Link copied!