ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরু আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। উৎক্ষিপ্ত ছাই ও লাভার ঢলের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি জানায়, আগ্নেয়গিরির আশপাশের এলাকায় কাদা ও বর্জ্য অপসারণে কাজ করছিলেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার আকাশে ছাইয়ের বিশাল ঢেউ ছড়িয়ে পড়ার পর অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর উদ্ধারকারীরা অপসারণের কাজ বন্ধ করে দেন।
বৃষ্টির কারণে আগুনের শিখা গ্রামের দিকে ধেয়ে আসছে, এ অবস্থায় উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা খুবই বিপজ্জনক বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
উদ্ধারকারী দলের সদস্য সাইফুল হাসান বলেন, “উৎক্ষিপ্ত লাভা বৃষ্টির ফোঁটার মতো পড়ছিল। উদ্ধারের কাজ অব্যাহত রাখা খুবই বিপজ্জনক। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ডিসেম্বরের শুরুতেই জাভা দ্বীপের সর্বোচ্চ এই পর্বতটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভা ও অন্যান্য বর্জ্য প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ৪৮ জনের প্রাণহানি হয়। সেই সঙ্গে নিখোঁজ হন অন্তত ১২ জন।
গত জানুয়ারিতেও এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।