রুশ আগ্রাসনের মধ্যে ইউক্রেনে সাহায্য পাঠিয়েছে ন্যাটোভুক্ত ও ইউরোপীয় অনেক দেশ। সামরিক সরঞ্জামের সঙ্গে অনেকে মানবিক সহায়তা পাঠিয়েছে। কিন্তু সাহায্য পেলেও যুদ্ধ থামাতে তা অনেক দেরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা চান তিনি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জার্মান সংসদ বুন্ডাস্টাগে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব জানিয়েছে।
বার্লিনে জার্মান নেতাদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করে জেলেনস্কি বলেন, “এখন ইউক্রেনের প্রতি জার্মানদের ঐতিহাসিক দায়িত্ব কী? তোমাদের ধন্যবাদ। কিন্তু যুদ্ধ থামাতে তোমদের সহযোগিতা পেয়েছি অনেক দেরিতে।”
এ সময় রাশিয়ায় ব্যবসায়িক স্বার্থের জন্য জার্মান নেতাদের সমালোচনা করেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমরা এখন ঠান্ডা যুদ্ধের মাঝে আছি। আর রাশিয়ার সঙ্গে তোমাদের ব্যবসা চালিয়ে যাওয়া ইচ্ছা আমরা দেখেছি।”
জার্মান নেতাদের সমালোচনা করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, “তোমরা আবারও ব্যর্থ হয়েছো। তোমরা এখনো নিজেদের রক্ষায় ব্যস্ত। এক অদৃশ্য দেয়ালের কারণে আমরা কীসের মধ্য দিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না।”
‘আয়ের চেয়ে শান্তি বেশি প্রয়োজন’ উল্লেখ করে মস্কোর ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর অনুরোধ করেছেন জেলেনস্কি। এছাড়া রুশ আগ্রাসন বন্ধে জার্মানির যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।