• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভুল করে হামলা, জড়িতদের শাস্তি দেবে না যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৩:৪২ পিএম
ভুল করে হামলা, জড়িতদের শাস্তি দেবে না যুক্তরাষ্ট্র

আগস্টে আফগানিস্তানে সন্ত্রাসী মনে করে ড্রোন হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনায় সেনাসদস্যদের কাউকে দায়ী করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, নভেম্বরে প্রকাশিত একটি অভ্যন্তরীণ পর্যালোচনা এই সিদ্ধান্ত নেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে উল্লেখ করা হয় অভিযানে কারও কোনো অসদাচরণ বা অবহেলার কোনো প্রমাণ না থাকায় শাস্তিমূলক পদক্ষেপের কোনো প্রয়োজন নেই।

বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানায়, সোমবার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আগস্টে কাবুল বিমানবন্দরের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়। এর কয়েক দিন পর ২৯ আগস্ট স্থানীয় আইএস জঙ্গি ভেবে বেসামরিকদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

এতে এক আফগান ত্রাণকর্মী ও সাত শিশুসহ একই পরিবারের নয়জন সদস্য মারা যান। পরে এ হামলার ভুল স্বীকার করে ইউএস সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি একে “দুঃখজনক ঘটনা” বলে উল্লেখ করেন। যদিও অভিযানে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!