পুরুষের যৌন উদ্দীপনা বাড়ানোর বহুল প্রচলিত ওষুধ সিলডেনাফিল সাইট্রেট বা ভায়াগ্রা। তবে আলঝেইমার্স বা স্মৃতিভ্রমের মত অসুখ সারাতেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের এক গবেষণা উঠে এসেছে এমন তথ্য।
বিশ্বব্যাপী কয়েক লাখ মানুষ বার্ধক্যজনিত স্মৃতিভ্রমের অসুখ ডিমেনশিয়া বা আলঝেইমার্সে আক্রান্ত হচ্ছেন প্রতি বছর। যদিও এখনও এর কোন কার্যকর চিকিৎসা নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডীয়ান জানায়, ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষকরা প্রায় ১ হাজার ৬০০ ধরনের ওষুধ সেবনের পর মানবদেহে জীনগত ও অন্যান্য পরিবর্তন লক্ষ্য করেছেন। এতে দেখা যায় সিলডেনাফিল ওষুধ ব্যবহারকারীরা অন্যদের তুলনায় আলঝেইমার্সে আক্রান্ত হয়েছেন সবচেয়ে কম। যুক্তরাষ্ট্রে ৭০ লাখের বেশি মানুষের ওপর এই পরীক্ষার চালান গবেষকরা।
ছয় বছর ধরে পর্যবেক্ষণে দেখা গেছে সিলডেনাফিল ব্যবহারকারীদের আলঝেইমার্স রোগ হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে ৬৯ শতাংশ কম। সিলডেনাফিল মস্তিষ্কের কোষ বৃদ্ধি ও টাউ প্রোটিনকে প্রভাবিত করতে পারে। এর ফলে স্মৃতি লোপ পাওয়া থেকে রক্ষা পায় মস্তিষ্ক।
তবে গবেষকরা বলছেন, সিলডেনাফিলের সঙ্গে আলঝেইমার প্রতিরোধের সম্পর্ক থাকলেও এটি প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যাবে না।
যেকোন রোগের প্রচলিত ওষুধের মাধ্যমে অন্য কোন রোগ সারার প্রমাণ পাওয়া প্রতিষেধক তৈরিতে সহায়ক ভূমিকা রাখে। আর তাই ভায়েগ্রা আলঝেইমার্স সারাতে না পারলেও শীঘ্রই এটি থেকে আলঝেইমার্সের নতুন কোন ওষুধ আবিষ্কার করা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।