• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে ভাইরাল জেলেনস্কি ব্ল্যাক টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০২:২৪ পিএম
ভারতে ভাইরাল জেলেনস্কি ব্ল্যাক টি

শক্তিশালী রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রতিবেশী দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে একদিকে যেমন নিন্দিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অন্যদিকে জেলেনস্কি তার দেশপ্রেম আর সাহসিকতায় সবার কাছে নন্দিত।

যুদ্ধের শুরু থেকেই বিশ্বজুড়ে আলোচনায় আছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। এবার তাকে সম্মান জানাতে ভারতের আসামে একটি প্রতিষ্ঠান তাদের বিশেষ চায়ের ব্র্যান্ডের নাম রেখেছে জেলেনস্কির নামে। সিটিসি গ্রুপের নতুন এই ব্ল্যাক টির নাম রাখা হয়েছে জেলেনস্কি।

প্রতিষ্ঠানটির দাবি, এই চায়ের স্বাদ একেবারে জেলেনস্কির মতো কড়া হবে। ইউক্রেন-ভক্তদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে এই চা।

সিটিসির প্রধান রণজিৎ বড়ুয়া হিন্দুস্তান টাইমসকে জানান, রাশিয়ার আক্রমণের মুখে জেলেনস্কিকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ করে দেশের মানুষের জন্য যুদ্ধে করছেন। তাকে সম্মান জানাতেই এই চায়ের ব্র্যান্ড বাজারে আনা হয়েছে।

আসামের এই চা ইউক্রেনের নেতার মতোই গুণসম্পন্ন বলে আশা করছেন সবাই। সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে এই চায়ের ব্র্যান্ড।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!