• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৯:৩৫ এএম
ভারতে বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

ভারতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন একটি কুয়াতে পড়ে ৯ কিশোরী ও ৪ নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উত্তর প্রদেশের কুশিনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানায়, বিয়েবাড়িতে সে সময় গায়েহালুদের অনুষ্ঠান চলছিল। সেখানে একটি ঢাকা কুয়োর ওপর ও চারপাশে জড়ো হয়েছিল নারীরা।

হঠাৎ অতিরিক্ত চাপে কুয়োর ঢাকনা ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন নারী কুয়োর ভেতরে পড়ে যায়।

ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হতাহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।  এছাড়া টুইট করে প্রধানমন্ত্রী মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন।

 

 

 

Link copied!