পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গির কাকমারি বিএসএফ ক্যাম্পে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য নিহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাগবিতণ্ডার জেরেই একে অন্যকে গুলি করেন ওই জওয়ান।
এনডিটিভি জানায়, নিহতেরা বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য। বিএসএফ সূত্রে জানা গেছে, নিজেদের মধ্যে বিরোধের কারণেই গুলি চালান তারা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এখনও পর্যন্ত দুই বিএসএফ জওয়ানের নাম-পরিচয় জানা যায়নি। ক্যাম্পের ভেতর গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
কী কারণে দুই বিএসএফ জওয়ান বিরোধে জড়ান সে বিষয়টিও স্পষ্ট নয়। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এর আগে রবিবার অমৃতসরে সহকর্মীর গুলিতে নিহত হয় বিএসএফের আরও চার সেনা। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। এ ঘটনায় হামলাকারী জওয়ানও নিহত হন।
এক বিবৃতিতে বিএসএফ জানায়, “৬ মার্চ দুর্ভাগ্যজনক এক ঘটনায় অমৃতসরের সদর দপ্তরে ১৪৪ বিএন খাসাতে কনস্টেবল সাত্তেপ্পা এসকে নিজের সহকর্মীদের দিকে গুলি করেন। এতে পাঁচ বিএসএফ সৈন্য আহত হয়েছেন। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় কনস্টেবল সাত্তেপ্পা এসকেও আহত হয়েছেন। পরে তিনিও মারা যান।”