করোনার নতুন রূপ ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে সংক্রমণ। ভারতেও গত সপ্তাহজুড়েই বেড়েছে করোনা শনাক্তের হার।
ওমিক্রনের প্রভাবে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হিন্দুস্তান টাইমস জানায়, ওমিক্রনের প্রকোপ বাড়ায় মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সদস্য ড: শশাঙ্ক যোশী এমন তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যমকে। আচমকাই দেশটিতে সংক্রমণের হার প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় এমন ইঙ্গিত তার – এমনটাই মনে করছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার মহারাষ্ট্রে ৫ হাজার ৩৬৮ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। বুধবারের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেড়েছে সংক্রমণ।
রাজ্যের রাজধানী মুম্বাইতে পরিস্থিতিও উদ্বেগজনক। বৃহস্পতিবার মুম্বাইয়ে ৩৫৫৫জনের বেশি আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা প্রায় ৪৫ শতাংশ বেশি।
মহারাষ্ট্র ছাড়াও পশ্চিমবঙ্গ, দিল্লিসহ বেশ কিছু অঞ্চলেও সংক্রমণের হার ছিল ঊর্ধগামী। শুক্রবার থেকে ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন।
দেশজুড়ে মহামারির প্রকোপ বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মাঝে।