গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। এর মাধ্যমে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০।
আর ওমিক্রন আক্রন্তের সংখ্যা ৪ হাজার ৮৬৮। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
এই মুহূর্তে দেশটিতে আক্রান্ত আছেন ৯ লাখ ৫৫ হাজার ৩১৯ জন, যা গত ২০৯ দিনের মধ্যে সর্বোচ্চ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনের মৃত্যুর হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫।
বর্তমানে সংক্রমণের হার ২ দশমিক ৬৫ শতাংশ। আর সুস্থতার হার নেমে এসেছে ৯৬ দশমিক শূন্য এক শতাংশে ।
ভারতের প্রায় সব রাজ্যেই ওমিক্রন শনাক্ত হয়েছে। যদিও দেশটিতে ১৫৩ কোটির বেশি মানুষ টিকার অন্তত একটি ডোজ পাওয়ায় পরিস্থিতির উন্নতির বিষয়ে এখনো আশাবাদী সরকার।