ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় শুক্রবার থেকে এ পর্যন্ত সাত শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জননিরাপত্তা কর্মকর্তারা বরাতে এই জানিয়েছে রয়টার্স।
সাও পাওলো রাজ্য কর্তৃপক্ষের তথ্যমতে, এই দুর্যোগে আরও নয়জন আহত হয়েছে। নিখোঁজ হয়েছে আরও চারজন। রাজ্যজুড়ে প্রায় ৫০০ পরিবার গৃহহীন হয়েছে।
সাও পাওলোর গভর্নর জোয়াও ডোরিয়া হেলিকপ্টারের চড়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ শহরগুলোর জন্য প্রায় ৩০ লাখ ডলার জরুরি সহায়তা অনুমোদন করেছেন তিনি।
বৃহত্তর সাও পাওলো রাজ্যের আশেপাশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পৌরসভাগুলোর মধ্যে রয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্টেস এবং ফ্রাঙ্কো দা রোচা। আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কেন্দ্র সরকার জানায়, সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
গত ডিসেম্বর থেকে ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর-পূর্ব ব্রাজিলে ব্যাপক বন্যার সূত্রপাত হয়। রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে ভারজেয়া পাওলিস্তা, ক্যাম্পো লিম্পো পাওলিস্তা, জাউ, ক্যাপিভারি, মন্টেমোর এবং রাফার্ড এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও মধ্য-পশ্চিমাঞ্চলে ফসল কাটাতে দেরি হওয়ায় বিপদে পড়েছেন কৃষকরা। এছাড়াও মিনাস গেরাইস রাজ্যে খনির খনন কার্যক্রমও স্থগিত করতে বাধ্য করেছে কর্তৃপক্ষ।