পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে একটি কারাগারের মধ্যে অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৬৯ জন।
আল-জাজিরা জানায়, দেশটির রাজনৈতিক রাজধানী, গিটেগায় একটি জনবহুল কারাগারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক বিবৃতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রসপার বাজোমবানজা এই তথ্য জানান।
জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাইস প্রেসিডেন্ট। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্ক কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আগুনে পুড়ে যায় কারাগারের কয়েকটি ভবন।
প্রত্যক্ষদর্শীরা জানান গুরুতর দগ্ধদের পুলিশ ও সেনাবাহিনীর পিক-আপ ট্রাকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ধারণক্ষমতা ৪০০ হলেও নভেম্বরের শেষ দিকে কারাগারে দেড় হাজারের বেশি কয়েদি ছিল। এদের বেশির ভাগই পুরুষ কয়েদি।
এর আগে গত আগস্টেও ইলেকট্রিক শর্টসার্কিট থেকে কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সেই দুর্ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।