• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৮:০৪ পিএম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয়-সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ছিল শুক্রবার। এনবিসি নিউজ ও সিএনএন জানায়, প্রায় চার শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ মার্কিন ডলারে বিক্রি হয়েছে তেল।

এছাড়াও অপরিশোধিত তেলের দর ব্যারেলপ্রতি সাড়ে ৩ শতাংশ কমে নেমেছে ৭৫ ডলারে। গত দুই মাসের মধ্যে এটিই সর্বনিম্ন মূল্যে।

২০২০ সালের শেষ দিকে করোনার প্রকোপ কমায় ও বিভিন্ন দেশ লকডাউন তুলে দেওয়ার কারণে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। এবছরের অক্টোবরে অপরিশোধিত জ্বালানি দাম ছিল সর্বোচ্চ ৮৫ দশমিক শূন্য ৭ ডলার। তবে এরপরি কমতে থাকে মূল্য।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ইউরোপে লকডাউনের ঘোষণায় চাহিদা কমেছে জ্বালানির। আর যুক্তরাষ্ট্র ও চীনের মজুদ তেল বাজারে আসায় পতন হয় মূল্যের।

যদিও খুচরাবাজার তথা পাম্পগুলোতে এখনই দাম কমবে না বলে ধারণা করা হচ্ছে।

Link copied!