ট্রাকচালকদের করোনার স্বাস্থ্যবিধিবিরোধী বিক্ষোভে অচল হয়ে পড়েছে কানাডার রাজধানী অটোয়া। বিবিসি ও রয়টার্স জানায়, টিকাদান ও বাধ্যতামূলক কোয়ারেন্টিনের আদেশের বিরুদ্ধে শনিবার থেকে হাজার হাজার ট্রাকচালক শহরে বিক্ষোভ করছেন।
ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে রাখায় দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ হয়ে পড়েছে অটোয়া। স্থানীয় সময় রোববার পার্লামেন্টের সামনের রাস্তা ট্রাক পার্ক করে অবরোধ করে রাখায় বিপাকে পড়েন এমপিরা।
নিরাপত্তা ঝুঁকির কারণে এরই মধ্যে অটোয়ার বাসভবন ছেড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে স্বাস্থ্যবিধি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিকরা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার টেক্সাসে এক সমাবেশে বক্তৃতার সময় কানাডার বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানান। ‘অযৌক্তিক আইন’ বাতিলের দাবিতে সাহসী প্রতিরোধের প্রশংসা করেছেন তিনি।
সম্প্রতি আন্তঃদেশীয় রুটে ট্রাক চালানোর জন্য টিকা নেওয়া ও প্রতিবার দেশে প্রবেশের পর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে ঘোষণা করে কানাডা সরকার। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন পরিবহন শ্রমিকেরা।
অন্যদিকে অটোয়ার সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে, ট্রাকচালক ও বিক্ষোভকারীরা দক্ষিণ আলবার্টায় কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত অবরোধ করে রেখেছে বলে জানিয়েছে পুলিশ। ফলে সীমান্তে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।