• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বর্ণবাদবিরোধীদের খুনিকে খালাস দেওয়ায় যুক্তরাষ্ট্রে ক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০১:১৯ পিএম
বর্ণবাদবিরোধীদের খুনিকে খালাস দেওয়ায় যুক্তরাষ্ট্রে ক্ষোভ

২০২০ সালে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বর্ণবাদের বিরোধে বিক্ষোভ হয়। সে বছর আগস্টে উইসকনসিনের বিক্ষোভে গুলি করে দুই বিক্ষোভকারীকে হত্যা করেন ১৮ বছর বয়সী শ্বেতাঙ্গ কিশোর কাইল রিটেনহাউজ।

তবে সেই মামলার রায়ে কেনোশা কাউন্টির আদালত রিটেনহাউজকে বেকসুর খালাস দিয়েছে। এ রায় নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক অসন্তোষ দেখা গেছে।

বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এ রায়ে ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও লিখিত বিবৃতিতে রায় নিয়ে হতাশা প্রকাশ করার আগে সাংবাদিকদের তিনি জানান, বিচারকদের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি।

২০২০ সালের ২৫ আগস্ট কেনোশাতে গোলাগুলিতে বর্ণবাদবিরোধী দুই শ্বেতাঙ্গ আন্দোলনকারী জোসেফ রোজেনবাউম ও অ্যান্থনি হুবার নিহত হয়। এছাড়াও রিটেনহাউজের গুলিতে আরও আহত হন গেইজ গ্রোসক্রুটজ নামের আরেক ব্যক্তি। যদিও আদালতে সাক্ষ্য দেওয়ার সময় সাবেক ক্যাডেট ছাত্র কাইল রিটেনহাউজ দাবি করেন, আত্মরক্ষার্থেই তখন গুলি চালিয়েছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার ১২ জন বিচারকের প্যানেল ওই ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুটি হত্যাকাণ্ড, একটি হত্যাচেষ্টা ও নিরাপত্তা লঙ্ঘনের আরও দুটি মামলার অভিযোগ থেকে থেকেই আসামিকে মুক্তি দেওয়া হয়। এ রায়ে স্বস্তি প্রকাশ করে রিটেনহাউজ ও তার পরিবার।

এ রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। ওরেগনের পোর্টল্যান্ডে প্রায় ২ শতাধিক আন্দোলনকারী বিক্ষোভ করে। এ সময় তারা ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

Link copied!