• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্সে বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৭:৫৭ পিএম
ফ্রান্সে বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাইরেনিসতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শিশুসহ অন্তত সাতজনের  মৃত্যু হয়েছেন। তাদের মধ্যে এক নবজাতক শিশুও রয়েছে। 

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। শীঘ্রই তিনি ঘটনাস্থল ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। টুইটারে এ ঘটনার কথা জানিয়ে ভুক্তভোগী ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

পাইরেনিস-ওরিয়েন্টালেস ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানায়, সেন্ট-লরেন্ট-দে-লা-সালাঙ্কের কেন্দ্রস্থলে সোমবার ভোররাতে দেড়টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এসময় বেশ কয়েক দোকান ও বাড়িতে আগুন লেগে যায়। 

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে অ্যাপার্টমেন্টে পোড়া দেহাবশেষ ও বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়৷ ৮৫ জনের দমকলকর্মীর দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে স্কাই নিউজ। 

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ বিষয়ক মন্ত্রী অলিভিয়ার দুসপট। ভুক্তভোগী ও তাদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্র তাদের সর্বাত্মক সহাহতা দিবে বলেও উল্লেখ করেন।

Link copied!