বিভিন্ন দেশে সামরিক অভিযান চালিয়ে আর সন্ত্রাসী হামলা ঠেকিয়ে সচরাচর আলোচনায় থাকলেও এবার ভিন্ন এক কারণে সংবাদের শিরোনাম হয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
নিরাপত্তা চৌকি পেরিয়ে অনুপ্রবেশের সময় একটি মুরগিকে আটক করেছে সেখানকার কর্মকর্তারা। স্থানীয় প্রাণী কল্যাণ সংস্থা জানিয়েছে, পেন্টাগন এলাকার চারপাশে বেশ কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছিল মুরগিটি। এর গ্রেপ্তারের খবর ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে।
ভার্জিনিয়ার আর্লিংটনের অ্যানিমাল ওয়েলফেয়ার লীগের প্রকাশিত এক ভিডিওতে সোমবার ভোরে পেন্টাগন প্রাঙ্গণে মুরগিটিকে দৌড়াতে দেখা যায়। অনেকেই এটিকে গুপ্তচর বলে ঠাট্টা করছেন। এমনকি পেন্টাগন এখন হেন্টাগন হয়ে গেছে বলেও মন্তব্য করছেন কেউ কেউ।
মুরগিটি কেন সন্দেহজনকভাবে রাস্তা পার হল, পেন্টাগনের কাছে এমন প্রশ্নও করছেন অনেকে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের নামানুসারে মুরগিটির নাম হেনরিয়েটা কিসিঞ্জার রাখারও পরামর্শ দিয়েছেন নেটিজেনরা।