ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে করোনাকালীন বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে তদন্তে নেমেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বিবিসি জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট ও হোয়াইট হলে ২০২০ সালের বেশ কয়েকটি ঘটনা তদন্ত করা হচ্ছে।
সে বছর যুক্তরাজ্যে প্রথম লকডাউন চলাকালীন বরিসসহ তার নেতা-কর্মীরা একটি মদ্যপানের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজও পুলিশের হাতে এসে পৌঁছেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে সেই ঘটনার সময় প্রধানমন্ত্রী সেখানে ১০ মিনিটের কম সময় ধরে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সাংসদদের উদ্দেশে বরিস জনসন বলেছেন, পুলিশের তদন্তকে স্বাগত জানান তিনি। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সুষ্ঠু তদন্তই এ বিষয়ে স্পষ্টতা আনবে।
এছাড়া একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না যে তিনি কোনো আইন ভঙ্গ করেছেন। তবে বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের অনেকেই এই অভিযোগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছেন।
আর বিশ্লেষকরা বলছেন, ২০২০ সালের জুনে মহামারির মাঝে নিজের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে এমনিতেই চাপে আছেন বরিস। আর তাই নতুন এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে ক্ষমতায় থাকা নিয়ে চাপের মুখে পড়তে পারেন তিনি।