নিজ দেশে চলমান আগ্রাসন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার জন্য প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সমঝোতা না হলে তা ‘ভয়াবহ’ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দেন জেলেনস্কি।
রোববার (২০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এসব কথা বলেন।
জেলেনস্কি বলেন, “আমি তার (পুতিন) সঙ্গে সমঝোতার জন্য প্রস্তুত। আমি শেষ দুই বছর ধরে তার সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় আছি। আমি মনে করি, সমঝোতা ছাড়া এই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়।”
সিএনএনকে জেলেনস্কি বলেন, “যুদ্ধ বন্ধ করতে যদি ১ শতাংশ সুযোগও থাকে তাতেও আমি প্রস্তুত। আমি এই আলোচনার ফলাফল সম্পর্কে বলতে পারি। প্রতিদিন মানুষ হারাচ্ছি আমরা, নির্দোষ মানুষের মৃত্যু হচ্ছে।”
জেলেনস্কি আরও বলেন, “রুশ সেনারা আমাদের উচ্ছেদ ও হত্যা করতে এসেছে। আমরা আমাদের জনগণ ও আমাদের সেনাদের মর্যাদার প্রমাণ দিতে পারি, দেখাতে পারি যে শক্তিশালী বাহিনী মোকাবিলায় আমরা প্রস্তুত। কিন্তু আমাদের গৌরব জীবন রক্ষা করবে না। তাই আমি মনে করি যেকোনো ফরম্যাটে পুতিনের সঙ্গে আলোচনার সুযোগ কাজে লাগানো উচিত। কিন্তু যদি এসব উদ্যোগ ব্যর্থ হয়, এর অর্থ হবে এটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধ।”
এদিকে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ বন্ধ করতে ইতোমধ্যে ইউক্রেন ও রাশিয়া সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। দুই পক্ষ বর্তমান অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে না গেলে যুদ্ধবিরতির বিষয়ে তুরস্ক আশাবাদী।