• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পুতিনকে সরাসরি সাক্ষাতের আহ্বান জেলেনস্কির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০২:৪১ পিএম
পুতিনকে সরাসরি সাক্ষাতের আহ্বান জেলেনস্কির

নিজ ভূখণ্ডে চলমান রুশ আগ্রাসনের মাঝেই নতুন ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির ডেলেনস্কি। এতে আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রতি জোর দিয়েছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার (১৮ মার্চ) রাতে প্রকাশিত ভিডিওতে পুতিনকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন জেলেনস্কি। আল-জাজিরার প্রতিবেদনে এই খবর জানা গেছে।

ভিডিওতে জেলেনস্কি জানান, এই মূহুর্তে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চান তিনি। মস্কোর প্রতি এটাই তার অনুরোধ।

তিনি বলেন, “সবাইকে আমার শোনার অনুরোধ করছি, বিশেষ করে মস্কোকে। আমাদের বৈঠক করার সময় এসেছে, আলোচনায় বসার সময় হয়েছে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, “আঞ্চলিক অখণ্ডতা উদ্ধারের সময় হয়েছে। ইউক্রেনের জন্য ন্যায়বিচার চাই।”

এসময় জেলেনস্কি অভিযোগ করেন, হামলার শিকার শহরগুলোতে মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে রুশ সামরিক বাহিনী। এটা নিঃসন্দেহে ‘যুদ্ধাপরাধ’। রাশিয়াকে একদিন এসবের জবাব দিতে হবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। এখনও পর্যন্ত দুই পক্ষ কোনো চূড়ান্ত সিদ্ধন্তে পৌঁছাতে পারেনি।

Link copied!