• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পুতিনকে থামাতে রাশিয়ায় বিক্ষোভের ডাক নাভালনির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৫:০৬ পিএম
পুতিনকে থামাতে রাশিয়ায় বিক্ষোভের ডাক নাভালনির

রাশিয়াজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন কারাবন্দী রুশবিরোধী নেতা আলেক্সি নাভালনি। বিবিসি জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে বিক্ষোভের আহ্বান জানিয়ে বেশ কিছু টুইট করেছেন তিনি।

টুইটারে নাভালনি লিখেছেন, “আমরা রুশরা শান্তিপ্রিয় জাতি। অথচ খুব কম লোকই এখন সেটা বিশ্বাস করবে। অন্তত রুশদের ভিতু জাতি হওয়াটা মানায় না। দয়া করে আপনারা যুদ্ধ দেখেও না দেখার ভান করে থাকবেন না।”

পুতিনের সামরিক অভিযানের ওপর ক্ষোভ ঝেড়ে নাভালনি আরও বলেন, “এটি একবিংশ শতাব্দীর তৃতীয় দশক। এই যুগেও আমরা মিসাইল ও বোমা হামলায় মানুষের ঘরবাড়ি পুড়িয়ে ফেলার খবর দেখতে হচ্ছে। টেলিভিশনে পারমাণবিক যুদ্ধ শুরুর হুমকি দেখতে পাচ্ছি।”

বিবিসি জানায়, বর্তমানে পূর্ব মস্কোর সুরক্ষিত কারাগারে বন্দী আছেন এই নেতা। সেখান থেকেই এসব টুইট করেছেন তিনি।

পুতিনের কট্টর সমালোচক নাভালনি ২০১৮ সালে সরকারবিরোধী বিক্ষোভের পত থেকেই বিভিন্ন দফায় কারাদণ্ড ভোগ করছেন। ২০২০ সালে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়।

এরপর আদালত অবমাননাসহ বিভিন্ন অভিযোগে কারাগারের আটক আছেন নাভালনি। যদিও এসব ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে ক্রেমলিনকেই দায়ী করেন তিনি।

গত মাসে তার বিরুদ্ধে নতুন কিছু অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ডের মেয়াদ আরও ১০ বছর বাড়ানো হতে পারে।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!