• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানে ‘আরবি পোস্টার’ ছেঁড়ায় শ্রীলঙ্কানকে পিটিয়ে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৭:৫৮ পিএম
পাকিস্তানে ‘আরবি পোস্টার’ ছেঁড়ায় শ্রীলঙ্কানকে পিটিয়ে হত্যা

ধর্ম অবমাননার জেরে পাকিস্তানে এক শ্রীলংকার নাগরিককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পাঞ্জাব প্রদেশের একটি ক্রীড়াসামগ্রীর কারখানার ম্যানেজার ছিলেন প্রিয়ান্থা কুমারা নামের ঐ ব্যক্তি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, ‘আরবি লেখা’ সম্বলিত একটি পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হন তিনি। এমনকি তার দেহ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে খবরে বলা হয়।

পুলিশ জানায়, সাত বছর ধরে পাঞ্জাবের শিল্পনগরী শিয়ালকোটের প্রতিষ্ঠান রাজকো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার পদে দায়িত্বে ছিলেন দিয়াওয়াদনা। সম্প্রতি কারখানার ভবনের সংস্কারের কাজের জন্য দেয়াল থেকে কিছু পোস্টার তুলে ফেলা হয়।

ধারণা করা হচ্ছে সেখানে পবিত্র কোরআনের বাণী কিংবা মহানবী হজরত মুহাম্মদের নাম লেখা ছিল। পোস্টারটি ফেলে দেওয়ার পরই তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করে উপস্থিত লোকজন। সেকারণেই জনরোষের মুখে পড়েন প্রিয়ান্থা দিয়াওয়াদনা।

সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা যায়, দিয়াওয়াদনাকে মেঝেতে ফেলে তাকে মারতে মারতে জামা-কাপড় ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধরা। পিটিয়ে হত্যার পর তাঁর লাশে আগুণ দিয়ে পোড়ানো হয়। লাশের সঙ্গে ছবিও তোলেন অনেকে।

ধর্মীয় সহিংসতার এই ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জড়িতদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা দিয়েছেন তিনি। এ ঘটনায় অর্ধশত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Link copied!