ভারতে বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে প্রথমবার ধরা পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রাজ্যের মুর্শিদাবাদের বাসিন্দা ৭ বছর বয়সী এক ছেলে শিশুর দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান। খবরে বলা হয়, সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে পশ্চিমবঙ্গে ফিরেছে শিশুটি। তবে তার বাবা-মায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য সচিব সন্দীপ স্যানাল জানান, “১০ ডিসেম্বর রাতে বাবা ও মায়ের সঙ্গে হায়দরাবাদে আসে ছেলেটি। ১১ ডিসেম্বর বিমানে কলকাতায় পৌঁছায় পরিবারটি।”
কলকাতা বিমানবন্দরে অবতরণের পর শিশুটির করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। পরে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ওমিক্রনের সংক্রমণ নিশ্চিত করা গেছে।
মৃদু উপসর্গ থাকায় শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তার সঙ্গে পরিবারের সদস্যদেরও আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে ভারতে অন্তত ৫০ জনের দেহে করোনার নতুন ধরনটি শনাক্ত হল।