ভারতের পশ্চিমবঙ্গ আর বসবাসের যোগ্য নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সংসদ সদস্য রুপা গাঙ্গুলি। রাজ্যের বীরভূম জেলার সহিংসতা নিয়ে দেশটির রাজ্যসভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে এই রাজ্যে রাষ্ট্রপতির শাসন চালুর দাবি জানান তিনি।
শুক্রবার (২৫ মার্চ) সংবাদ সংস্থা এএনআই'র বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।
পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা রুপা গাঙ্গুলি বলেন, “পশ্চিমবঙ্গে গণহত্যা চলছে। মানুষ পালিয়ে যাচ্ছে। রাজ্যটি আর বাসযোগ্য নেই। আমরা সেখানে রাষ্ট্রপতির শাসন চাই।”
তিনি বলেন, “মানুষ পশ্চিমবঙ্গে কথা বলতে পারছে না। সরকার খুনিদের রক্ষা করছে। কোনও রাজ্যেই নির্বাচনে জিতে সরকার মানুষ খুন করে না। আমরা মানুষ। আমরা পাথর-হৃদয়ের রাজনীতিবিদ নই।”
গত সোমবার রাতে পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। এর জেরে ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামে রাতভর তাণ্ডব চলে। গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি তদন্তের দায়িত্ব শুক্রবার (২৫ মার্চ) কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এর আগে কেন্দ্রীয় সংস্থাকে দায়িত্ব দিতে অস্বীকৃতি জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
বিজেপি দাবি করছে বীরভূমের সহিংসতা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিরোধীদের হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে আসছে বিজেপি। বেশ কয়েক জন বিজেপি নেতা আগেও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসনের দাবি তুলেছেন।