যুক্তরাজ্যের প্রথম লকডাউন চলাকালীন মদ্যপানের পার্টিতে যোগ দিয়ে বিপাকে পড়েছেব ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। অভিযোগ স্বীকার করার পর তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন সিনিয়র এমপিরা।
বুধবার মহামারি শুরু পর ২০২০ সালে ডাউনিং স্ট্রিটের সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান প্রধানমন্ত্রী। আর বলেন, তার উপর জনগণের ‘ক্ষোভের কারণ’ উপলব্ধি করতে পেরেছেন তিনি।
উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাবসহ মন্ত্রীসভার সদস্যরা জনসনের পাশে দাঁড়ালেও স্কটিশ টোরি নেতা ডগলাস রস, এমপি উইলিয়াম র্যাগ, ক্যারোলিন নোকস আর রজার গেল তাকে পদত্যাগ করতে আহ্বান জানান।
রস বলেন, বুধবার ক্ষমা চাওয়ার পরে জনসনের সঙ্গে হাউস অফ কমন্সে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তিনি। এমনকি দলীয় নেতৃত্ব নির্ধারক ‘১৯২২ কমিটি’-র কাছে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে তিনি লিখিত আবেদন করবেন বলেও উল্লেখ করেন রস।
তিনি বলেন, “তিনি একজন প্রধানমন্ত্রী, তার সরকার সবার জন্য নীতি নির্ধারণ করে। তাকে তার কৃতকর্মের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।”
বিবিসি জানায়, ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ৫৪ জন এমপি ১৯২২ কমিটির কাছে জনসনের বিরুদ্ধে চিঠি পাঠালে নেতৃত্ব নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস।
ডাউনিং স্ট্রিটের পার্টিতে করোনাবিধি ভঙ্গের অভিযোগটির তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে এমপিদের অনুরোধ করেছেন মন্ত্রীরা। শীঘ্রই এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।