রাশিয়ার অভিযানে ইউক্রেনের মারিউপোল শহর শিগগিরই পতনের মুখে পড়তে যাচ্ছে। দেশটিতে রুশ অভিযান নিয়ে বেশ কিছু পর্যালোচনা করেছে যুক্তরাষ্টের থিঙ্কট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। সংস্থাটির পর্যালোচনায় দেখা গেছে রুশ হামলায় শিগগিরই পতন হবে মারিউপোল শহরের। শহর কর্তৃপক্ষ জানিয়েছে মারিউপোলের প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) আইএসডব্লিউ এক বিবৃতিতে এসব জানিয়েছে। খবর আল জাজিরার।
মারিউপোল শহরের উপ-মেয়র সার্গেই ওরলভ জানান, শহরের থিয়েটারে প্রায় ১ হাজার ২০০ মানুষ আশ্রয় নিয়েছিল। ভবনে রুশ হামলার পর উদ্ধার কাজ চলছিল। এরমধ্যে জানা গেল শহরের প্রায় ৯০ ধ্বংস হয়ে গেছে।
কর্তৃপক্ষের দাবি, শহরে হামলায় এ পর্যন্ত প্রায় দুই হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। একটি মাতৃসদন ও গির্জা ধ্বংস হয়েছে হামলায়।
আইএসডব্লিউ জানায়, ক্রমাগত রুশ হামলায় মারিউপোল সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ছে। আবাসিক এলাকায় হামলা বেড়ে যাওয়ায় শহরটি আত্মসমর্পণ করতে পারে। না হলে রুশ বাহিনীর দখলে যেতে পারে শহরটি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়। এখনো দুই পক্ষ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।