• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচনে অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গে বিজেপির অবরোধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৬:৪০ পিএম
নির্বাচনে অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গে বিজেপির অবরোধ

ভারতের পশ্চিমবঙ্গে চলছে পৌরসভা নির্বাচন। রবিবার ১০৮ পৌরসভায় নির্বাচনের ভোটগ্রহণ হয়। তবে শুরু থেকেই কেন্দ্রের দল তৃণমূল কংগ্রেস আর প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করতে থাকে কেন্দ্রের দল বিজেপি।

ভোটগ্রহণ সন্ধ্যা ৬টার পর বাংলা বন্‌ধের ডাক দিয়েছে দলটি। অবরোধ কর্মসূচী সফল করতে রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা রাজপথে থাকবে বলেও জানিয়েছে গেরুয়া শিবির।

আনন্দবাজার জানায়, রবিবার সকাল থেকেই দলীয় প্রার্থী, কর্মী, সমর্থকদের ওপর আক্রমণের অভিযোগ জানায় বিজেপি। বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যোগ দেন সেখানে।

এসময় বিভিন্ন পৌরসভায় বিজেপির প্রার্থী ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার অবরোধ ডাক দেন তারা। বিজেপি নেতাদের দাবি, সোমবার গায়ের জোরে ভোট আদায় করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

এছাড়াও বহু জায়গায় ভোট জালিয়াতি হয়েছে বলে দাবি করেছে দলটি। বিজেপির অভিযোগ, কোথাও কোথাও পুলিশও তৃণমূলকে সহযোগিতা করেছে।

Link copied!