• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নাইজেরিয়ায় ২০০ গ্রামবাসীকে গুলি করে মারল সন্ত্রাসীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০১:৪১ পিএম
নাইজেরিয়ায় ২০০ গ্রামবাসীকে গুলি করে মারল সন্ত্রাসীরা

নাইজেরিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি। উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে এই হামলা হয়।

গত সপ্তাহে সন্ত্রাসীদের ঘাঁটিতে সেনাবাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঐ হামলায় একশোরর বেশি বিদ্রোহী নিহত হয়। এছাড়া বাকিদেরও বনের ভেতরের আস্তানা থেকে সরে যেতে বাধ্য করা হয়।

এর জেরে মঙ্গলবার বন্দুকধারীরা গ্রামবাসীদের বাড়িঘর জ্বালিয়ে দেয় এবং বন্দুক হামলায় নিহতদের মরদেহ বিকৃত করে ফেলে। গ্রামের বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “জঙ্গিরা যাকে সামনে পেয়েছে তাকেই গুলি করছে।”

বন্দুকধারীদের হামলায় স্ত্রী ও তিন সন্তান হারানো স্থানীয় বাসিন্দা উমমারু মাকেরি রয়টার্সকে জানান, হামলায় নিহত প্রায় ১৫৪ জনের শেষকৃত্য হয়েছে। এদের মধ্যে গ্রামের নিরাপত্তায় নিয়োজিত বেশ কয়েকজন সদস্যও রয়েছেন।

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় বিদ্রোহীদেড় সহিংস আক্রমণগুলোর মধ্যে এটিই সর্বশেষ। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই এসব দস্যুদের দমনে যুদ্ধে করছে। সম্প্রতি নাইজেরিয়ার সরকার এসব দস্যুদের আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে।

প্রাথমিকভাবে জঙ্গিদের হামলায় ১০০ জন লোক নিহত হয়েছে বলে জানা যায়। এরপর মোটরসাইকেলে করে ৩০০ বন্দুকধারী নয়টি সম্প্রদায়ের ওপর হামলা চালায়।

Link copied!