চলমান সামরিক অভিযানের তৃতীয় সপ্তাহ শেষে ইউক্রেনে নতুন করে পুনর্গঠিত হচ্ছে রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনীর বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
জানা গেছে, নতুন আক্রমণ শুরু করার আগে রাশিয়ার সেনাবাহিনী শনিবার তাদের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো মেরামত করেছে। এছাড়া আগেরে বিবৃতিতে ইউক্রেন দাবি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে তাদের সামরিক বাহিনী বেশ কয়েকটি এলাকা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। এছাড়াও পূর্বে ইজিয়ামের কাছে একটি রুশ আক্রমণ সফলভাবে প্রতিরোধ করেছে ইউক্রেনের সেনারা।
বিভিন্ন এলাকায় রাশিয়া ইচ্ছাকৃতভাবে মানবিক সংকট তৈরি করছে বলেও অভিযোগ ইউক্রেনের। যে এলাকাগুলি রুশ সেনাবাহিনী দখল করছে, সেখানে ত্রাণবাহী জাহাজকে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে তারা।
এর আগে শনিবার দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। এতে বহু ইউক্রেনীয় সেনার হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সুইডেনের এক্সপ্রেসেন পত্রিকার ফটোসাংবাদিক ও সিএনএনের প্রতিনিধি ম্যাগনাস ফাল্কেহেড হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার স্থানীয় সময় ভোর ছয়টায় হামলা চালানো হয়। দুইটি রুশ যুদ্ধবিমান এলাকাটিতে ৫টি বোমা ফেলেছে। এতে সামরিক ঘাঁটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে।