• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দুই ডোজ টিকা নিলেই মদে ১০ শতাংশ ছাড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ১১:০৫ এএম
দুই ডোজ টিকা নিলেই মদে ১০ শতাংশ ছাড়

করোনাভাইরাসের দুই ডোজ টিকা গ্রহণে সাধারন মানুষদের উৎসাহ দিতে নানা পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। উপহার দিয়ে, ভ্রমণে ছাড় দিয়ে নানাভাবে উৎসাহিত করেছে। এবার টিকা গ্রহীতাদের জন্য় বিশেষ ছাড় দিয়েছে ভারতও।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের মধ্যপ্রদেশে করোনাভাইরাস টিকার দুই ডোজ টিকা নিলেই ১০ শতাংশ কম টাকায় মদ কেনার সুযোগ থাকছে। টিকাগ্রহণে সাধারণ মানুষদের উৎসাহ দিতে এই ছাড় দিচ্ছে দেশটির কর্মকর্তা। 

প্রদেশটির মান্দসৌর জেলার শুল্ক বিভাগ জানায়, চলমান টিকা কার্যক্রমে মানুষকে উৎসাহ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) থেকে এটি কার্যকর হচ্ছে।

শুল্ক বিভাগ আরও জানায়, করোনাভাইরাস টিকার দু’টি ডোজ নেওয়ার সনদ দেখাতে হবে। সনদ দেখিয়ে মান্দসৌর শহরের তিনটি দোকানে মদে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই উদ্যোগ মদ্যপানকারীদের টিকা নেওয়ার প্রবণতা বাড়াবে বলে আশা করা যাচ্ছে।

প্রদেশটির শুল্ক কর্মকর্তা অনিল সাচান বলেন, "১০ শতাংশ ছাড়ে সীতামাউ ফাটক, ভুনিয়াখেডি ও পুরাতন বাস স্ট্যান্ড- এই তিনটি দোকান থেকে মদ নিতে পারবেন। অবশ্যই টিকা নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে।"

রাজ্য সরকারের আধিকারিকদের বক্তব্য, বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলোতে দাম কম হওয়ায় সেখানে থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মদ আনা হয়। এবার মদের দাম কমে যাওয়ায় সেই পাচার বন্ধ হবে। যা রাজ্যের কোষাগারের পক্ষে ভালো। সঙ্গে সুরক্ষিত হবে জনস্বার্থের বিষয়টিও।

প্রদেশের প্রশাসনিক মহলের দাবি, গুণগতভাবে ভালো মদের দাম কমে যাওয়ার ফলে সুরাপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়বে। ফলে বাড়তি মদ বিক্রি হবে। বিভিন্ন ধরনের মদের ক্ষেত্রে যে পরিমাণ দাম কমানো হয়েছে, তা পুষিয়ে যাবে। একই কারণ দেখিয়ে আমদানিকৃত বিদেশী মদের উৎপাদন শুল্ক ১৫০ শতাংশ কমিয়েছে মহারাষ্ট্র সরকার।

Link copied!