ওমিক্রনের দাপটে করোনার সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে ভারত। রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এবার করোনা আক্রান্ত হলেন এইমস হাসপাতালের ৫০ জন চিকিৎসক।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এইমসে সব চিকিৎসক ও চিকিৎসাকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও সফদরজঙ্গ হাসপাতালের ২৩ জন রেসিডেন্ট ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকেও নিভৃতবাসে রাখা হয়েছে। অনেকের করোনা হয়েছে, অনেকের উপসর্গ আছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন। করোনা পরীক্ষায় দেখা গেছে দেশটির প্রতি একশ জনের মধ্যে তিন জনের বেশি করোনায় আক্রান্ত। দিল্লিতে এই হার ছয় শতাংশের বেশি।
দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় লাগামছাড়া হয়েছে সংক্রমণ। দিল্লি, মুম্বই ও কলকাতায় করোনায় আক্রান্তদের মধ্যে ৭৫ শতাংশই ওমিক্রন-আক্রান্ত।
এর আগে সোমবার শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানান, করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে ভারতে। ভারতে প্রথম ওমিক্রন আক্রান্ত রোগীর খোঁজ পাওয়ার পর এক মাসের মধ্যে এক হাজার ৮৯২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।