• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দাবি আদায় করেই ঘরে ফিরলেন কৃষকরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৩:৪২ পিএম
দাবি আদায় করেই ঘরে ফিরলেন কৃষকরা

বিতর্কিত কৃষি আইন বাতিল নিশ্চিত করেই ক্ষান্ত হলেন ভারতের কৃষকরা। ১৫ মাস পর শেষ হলো কৃষকদের ভারত বনধ আন্দোলন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষি পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণসহ একাধিক দাবির মেনে নেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ১১ ডিসেম্বর আন্দোলন বন্ধের ইঙ্গিত দেন তারা।

কেন্দ্রের তরফ থেকে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নিহত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও আন্দোলনকারীদের বিরুদ্ধে সব ধরনের মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন কৃষকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা শেষ হওয়া পর্যন্ত রাজধানী দিল্লির সীমান্ত অবরোধ করে আন্দোলন করেন কৃষকরা।

গত বছর সেপ্টেম্বরে কৃষি আইন সংস্কারের প্রস্তাব পাসের পর দিল্লিসংলগ্ন গাজিপুর, টিকরি ও সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ শুরু করেন কৃষকরা। এরপর কয়েক দফা সড়ক অবরোধে অচল হয়ে পড়ে রাজধানী।

১৫ মাস পর শেষ পর্যন্ত দাবি আদায় করেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন ভারতের কৃষকরা।

Link copied!