ইন্টারনেট ব্যবহার করেন অথচ ‘কাঁচা বাদাম’ গানটি এখনও শোনেননি এমন মানুষ হয়তো পাওয়া দুষ্কর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভুবন বাদ্যকর এক গানেই ভাইরাল হয়েছেন সামাজিক মাধ্যমে।
মাত্র কয়েক দিন আগেই তিনি আফসোস করে বলছিলেন, ইউটিউবে লোকজন তার গান দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছেন। কিন্তু তার ভাগ্যে জোটেনি কোন টাকাপয়সা। গানের কপিরাইটের দাবিতে পুলিশের দ্বারস্থও হন তিনি।
তবে এবার ভাগ্য খুলেছে কাঁচা বাদামওয়ালা ভুবনের। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল তাদের নির্বাচনী প্রচারে যুক্ত করেছেন তাকে।
হিন্দুস্তান টাইমস জানায়, দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে কলকাতায় পৌরসভা নির্বাচনের প্রচারের ডেকেছে বিভিন্ন রাজনৈতিক দল। ফলে বাড়তি আয়ের সুযোগ হয়েছে তার।
শনিবার তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর সঙ্গে প্রচারে দেখা যায় বাদাম বিক্রেতাকে। এছাড়াও ভুবন বাদ্যাকরকে দেখা গেছে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গেও।
প্রচারের কাজে যুক্ত হতে পেরে খুশি দরিদ্র ফেরিওয়ালা নিজেও। শিল্পী হিসেবে কদর পাওয়ার পাশাপাশি আর্থিকভাবেও উন্নতি করতে চান তিনি।