সামরিক অভিযান শুরু ১১ দিন পর প্রথমবার বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্র। বিবিসি জানায়, বৃহস্পতিবার তুরস্কের আনাতলিয়ায় বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
এছাড়াও দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে সোমবার তৃতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এর আগে দুই দফায় আলোচনাতেও কোন অগ্রগতি হয়নি।
বড় শহগুলোতে এখনও ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। ২৪শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত সাড়ে তিনশোর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ২৫ জন শিশু রয়েছে। এছাড়াও হামলায় আহত হয়েছে অন্তত ৭৫৯ জন।