• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টোকিওতে কোয়াড জোটের চার দেশের বৈঠক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৮:৪১ পিএম
টোকিওতে কোয়াড জোটের চার দেশের বৈঠক

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চার দেশের জোট কোয়াডের বৈঠক শুরু হয়েছে জাপানে। বিবিসি জানায় যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিয়েছেন এই সভায়।

২০০৭ সালে প্রথমবার এই চার দেশের সংলাপের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় (মঙ্গলবার) থেকে টোকিওতে বৈঠকে বসেছেন প্রতিনিধিরা।

সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এই বৈঠক ডাকা হল। তবে কোয়াডের চার সদস্য দেশের কেউ তাদের আনুষ্ঠানিক বিবৃতি, নথিপত্র বা ঘোষণায় চীন শব্দটিই উল্লেখ করেনি।

শুরু থেকেই জোটের চার সদস্য চীনের আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিলেও ভারত তাদের অবস্থান অনেকটাই বদলে ফেলেছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, টোকিওর বৈঠকে বাকিরাও সেই অবস্থান থেকে সরে আসতে পারে। ‘চীন-বিরোধী’ জোট এই উপাধি এড়াতেই এমনটা করতে পারেন জোটের সদস্যরা।

২০১৭ সাল থেকে কোয়াডের নিয়মিত বৈঠক হচ্ছে। তবে চীনের বিরুদ্ধে যে এই জোটবদ্ধ উদ্যোগ, তা কখনই উল্লেখ করা হয়নি। তবে চীন সেটি স্পষ্টতই আঁচ করতে পারছে। আর তাই এবারের বৈঠকের সময় তারা তিন থেকে চারটি নৌ ও বিমান মহড়ার ঘোষণা দিয়েছে।

 

Link copied!