• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

টেলিভিশন লাইভে বিক্ষোভের পর নিখোঁজ রুশ সাংবাদিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৬:৩৯ পিএম
টেলিভিশন লাইভে বিক্ষোভের পর নিখোঁজ রুশ সাংবাদিক

টেলিভিশন চ্যানেলে খবর প্রচারের সময় ক্যামেরার সামনে এসে ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর নিখোঁজ হয়েছেন এক রুশ সাংবাদিক। এর আগে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত ছবিতে রুশ সংবাদমাধ্যম চ্যানেল ওয়ানের সংবাদ উপস্থাপকের পেছনে তাকে বিক্ষোভরত অবস্থায় দেখা যায়।

বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার যুদ্ধবিরোধী স্লোগান হাতে পর্দায় হাজির হবার পরই আটক হন এর সম্পাদক মেরিনা ওভস্যানিকোভা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটিতে খবর চলাকালীন কয়েক সেকেন্ডের জন্য তাকে পর্দায় দেখা যায়। এসময় তার হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল: “যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ করুন, মিথ্যা প্রচারণায় বিশ্বাস করবেন না, এরা আপনাকে মিথ্যা বলছে।”

সংবাদ প্রচারের সময় তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে উচ্চস্বরে বলেন, ‘‘যুদ্ধকে না বলুন। যুদ্ধ বন্ধ করুন।আমি লজ্জিত যে টিভির পর্দায় আমাকে মিথ্যা বলতে হচ্ছে। কেবল জনগণই এই পাগলামি বন্ধ করতে পারে।”

ওভস্যানিকোভার আইনজীবীরা জানান, এ ঘটনার পর থেকেই তাকে খুঁজে পাচ্ছেন না তারা। আইনজীবীদের একজন আনাস্তাসিয়া কোস্তানোভা বিবিসি রাশিয়াকে জানান, তিনি ফোনে ওভস্যানিকোভার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু তিনি ফোন ধরছেন না।

মিসেস কোস্তানোভা আরও জানান, সোমবার সারারাত তার কোন খোঁজ পাননি তিনি। তিনি বলেন, “এর মানে তাকে আইনজীবীদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে, আইনি সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে। স্পষ্টতই তাকে কঠোর সাজা দেওয়ার প্রস্তুতি চলছে।”

Link copied!