• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টিকা নিয়েও করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:১৭ এএম
টিকা নিয়েও করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। 

সিএনএন জানান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রপতির কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

দেশটির রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে জানায়, ৬৯ বছর বয়সী এই প্রেসিডেন্টের শরীরে করোনার হালকা উপসর্গ দেখা যায়। পরে করোনা টেস্ট করালে পজিটিভ আসে।

স্থানীয় সময় রোববার কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সম্মানে স্টেট মেমোরিয়াল সার্ভিসে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সেখানেই তিনি অসুস্থ বোধ করেন।

রোমাফোসা করোনা টিকার দুই ডোজ নিয়েছেন। কিন্তু বুস্টার ডোজ নেননি। সিরিল রামাফোসা কেপটাউনে আইসোলেশনে রয়েছেন। তার অবর্তমানে ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা সব দায়িত্ব পালন করবেন বলে বিবৃতিতে জানানো হয়।

করোনাভাইরাসের সব ভ্যারিয়েন্টের মধ্যে ওমিক্রন বেশি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এটি টিকার কার্যকারিতা কমিয়ে দেয় বলে জানায় প্রতিষ্ঠানটি। তবে খুব একটা মারাত্মক উপসর্গ দেখা দেয় না বলেও জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে এখন পর্যন্ত ৬৩টি দেশে ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটেছে। তবে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে করোনাভাইরাসের এই ধরনটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

Link copied!