• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

সিয়েরা লিওনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ, নিহত ২৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৯:৫১ পিএম
সিয়েরা লিওনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ, নিহত ২৭

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ ধারণ করে। সহিংসতায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের ছয় কর্মকর্তাও রয়েছেন।- খবর রয়টার্স

বুধবার (১০ আগস্ট) রক্তক্ষয়ী ওই বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছিল। পরে আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কারফিউ বহাল রাখার সিদ্ধান্ত হয়।

সিয়েরা লিওনের পুলিশের আইজি উইলিয়াম ফাভিয়া সেল্লু জানিয়েছেন সহিংসতায় পুলিশের ছয়জন সদস্য মারা গেছেন।

রাজধানী ফ্রি টাউন এবং দেশের অন্যান্য শহরে মানুষজন প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বিওর পদত্যাগের দাবি তোলে। এসব বিক্ষোভে স্লোগান ছিল -‍‍`বিও মাস্ট গো‍‍` অর্থাৎ (প্রেসিডেন্ট) বিওকে সরতে হবেই।

জানা গেছে, প্রেসিডেন্ট বিও তার পরিবার নিয়ে এখন দেশের বাইরে। সরকারের দায়িত্ব এখন ভাইস প্রেসিডেন্ট মোহামেদ জুলদে জাল্লোর ওপর। তিনিই বুধবার দেশ জুড়ে কারফিউ জারি করেন।

সংবাদদাতারা জানাচ্ছেন সরকারের মধ্যে দুর্নীতি এবং পুলিশের বাড়াবাড়ি নিয়ে অনেক দিন ধরেই মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জেরে সেই ক্ষোভ এখন ফেটে পড়েছে।

বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সিয়েরা লিওনের ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকই দারিদ্রসীমার নিচে বসবাস করে।

 

Link copied!