মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম)।
সোমবার (১৩ ডিসেম্বর) মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পেজে জানায়, গত ৬ ডিসেম্বর কুয়ালালামপুরের ওয়াংসা মাজুতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। সেখান থেকে ৩৪ এবং ৩৭ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কম্পিউটার সরঞ্জাম, একটি কার্ড প্রিন্টার, জাল নথি তৈরিতে ব্যবহৃত কিছু সরঞ্জামসহ ইমিগ্রেশন সিকিউরিটি স্টিকার ও সিআইডিবি কার্ড জব্দ করা হয়।
আটক বাংলাদেশিরা শ্রমিকদের দেওয়ার জন্য পাসপোর্ট প্রস্তুত করছিলেন। তাদের কাছে ভারত, বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারেরর মতো বিভিন্ন দেশের পাসপোর্ট পাওয়া গেছে বলে জানায় মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ভুয়া নথি তৈরির অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ৫৫ ডি ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১) (প) এর অধীনে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।
মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, গত এক বছর ধরে কার্যক্রম চালাচ্ছে চক্রটি। জাল কাগজপত্রের জন্য জনপ্রতি ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত নেওয়া হতো।