• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

জার্মানিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮০ হাজার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৪:৪২ পিএম
জার্মানিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮০ হাজার

জার্মানিতে বুধবার করোনা আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৪৩০ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড এটি।

রয়টার্স জানায়, বুধবার করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৮৪ জনের। ইউরোপের অন্যান্য অঞ্চলের তুলনায় টিকা গ্রহণের হার কম হওয়ায় করোনার সংক্রামক ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়েছে দেশটিতে।

এর আগে গত ২৬ নভেম্বর দেশটিতে এক দিনে সর্বোচ্চ দৈনিক ৭৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন। এর মাধ্যমে জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭৬ লাখ ৬১ হাজার ৮১১ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ জনে।

রবার্ট কোচ ইনস্টিটিউটের সংক্রামক রোগ বিষয়ক সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জার্মানির মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। তাই করোনা আক্রান্ত হলেও রোগীদের অবস্থা আগের মত গুরুতর হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Link copied!