• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৭:২৩ পিএম
জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপে বিশ্বের অনেক দেশেই বাড়ছে সংক্রমণ। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, উল্লেখযোগ্য সংক্রমণের কারণে জানুয়ারিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানতে পারে দেশটিতে।

বিবিসি জানায়, টিকার কার্যকারিতা ব্যর্থ হলে যুক্তরাজ্যে ২৫ হাজার থেকে ৭৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে ২০২২ সালের এপ্রিলের মধ্যে। যদিও গবেষকরা বলেছেন এই পরিসংখ্যান এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

তবে পরিস্থিতিতে মোকাবেলায় হাসপাতালগুলোকে অতিরিক্ত রোগীর চাপ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

গবেষক দলের সদস্যর ডক্টর নিক ডেভিস বলছেন, “ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বেশ উদ্বেগজনক। বছরের শেষ নাগাদ যুক্তরাজ্যে ব্যাপক হারে এটি ছড়িয়ে পড়তে পারে।”

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশে উচ্চ মাত্রার টিকা থাকা সত্ত্বেও বর্তমানে প্রতি আড়াই দিন অন্তর সংক্রামন দ্বিগুণ হারে বাড়ছে।

ভাইরাসের অন্যান্য রূপের চেয়ে এটি দ্রুত সংক্রমণশীল হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!