যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে জাতিসংঘ সদর দপ্তরে রাষ্ট্রদূত পর্যায়ের অধিবেশনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরই সভাপতির আসনে বসে শান্তি বিনির্মাণ কমিশনের ষোড়শ অধিবেশনের সভা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনিই প্রথম পিবিসির নারী সভাপতি। তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের ২০২২ সালের ষোড়শ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।
এই সময় বিদায়ী সভাপতি মিসরের স্থায়ী প্রতিনিধি ওসামা আবদুল খালেকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন রাবাব ফাতিমা।
দায়িত্ব গ্রহণের পর রাবাব ফাতিমা বলেন, “আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্যের মধ্যে থাকবে দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে সময়মতো সম্পৃক্ত হওয়া এবং পর্যাপ্ত সহায়তা দেওয়া। শান্তি প্রতিষ্ঠা কমিশনের কাজের পরিধি বাড়ানোর ক্ষেত্রে সক্রিয় হব।”
ইউএন পিস বিল্ডিং কমিশনের এক টুইট বার্তায় জানানো হয়, কমিশনের রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বাংলাদেশের এই রাষ্ট্রদূত।
এদিকে ২০২২ সালে শান্তি বিনির্মাণ কমিশনের নতুন সভাপতি হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন। এক টুইট বার্তায় তিনি এই অভিনন্দন জানান।